৬০, রওশন লজ,উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র লাইলাতুল বরাত, ওরশে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (র.) এবং গাউসে মুখতার হযরত আবদুল মালেক আল কুতুবী (র.) এর ওরশ শরীফ ১৪ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত করেন হযরত শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। প্রধান ওয়াজেন হিসেবে তকরির পেশ করেন পাহাড়তলী বিবি আয়েশা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শরফুদ্দিন আকবরি (মা.জি.আ), বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল কাদেরি, মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, মাওলানা মীর মুহাম্মদ আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আবুল মনসুর, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুস শুক্কুর, মাওলানা ইসমাইল সিরাজি, মাওলানা মুহাম্মদ ওসমান গণি, হাফেজ মোজাম্মেল হক, হাফেজ আমির হামজা, হাফেজ তৌহিদুল ইসলাম, দরবার শরীফের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, জাবির বিন জুনাইদ, জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা (জাসাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ সহ দরবার শরীফের অসংখ্য আশেকান, মুহিব্বিন এবং ভক্তবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরান বেলওয়ত করেন মাওলানা মোহাম্মদ তামজিদ। অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো বাদে জুমা থেকে খতমে কুরআন শরীফ,আসমাউল হুসনা শরীফ, দরুদে নারিয়া শরীফ, খতমে গাউসিয়া সহ অসংখ্য খতমাত। বাদে এশা থেকে ওয়াজ নসিহত, জিকির, মিলাদ কিয়াম। উক্ত খতম সমূহের মুনাজাত করেন হযরতুল আল্লামা মোহাম্মদ হোছাইন আল কাদেরি। মাহফিলে বক্তারা বলেন , শবে বরাতের রাত হচ্ছে আল্লাহর বাজেটের রাত। এই রাতে বান্দাদের আগামী এক বছরের বাজেট নির্ধারণ করে, আল্লাহ নিজে দিতে আসেন। আল্লাহ বলেন আওলিয়াদের অনুসরণ করুন যাদের সোহবতে থাকলে আল্লার কথা স্মরণ হয় । সবশেষ দেশ ও জাতির কল্যাণে এবং সকল মুসলিম উম্মাহ’ র জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। আগামী ১৭ ই রমজান পবিত্র বদর দিবস উপলক্ষ্যে ইফতার মাহফিল আয়োজন করা হবে।