৮ ফেব্রুয়ারী শনিবার চট্টগ্রাম এডিটরস ক্লাবের এক সভা সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রোটারী ক্লাব মিলনায়তনে অনুস্টিত হয়। অনুস্টানে প্রধান অতিথি ছিলেন ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ওসমান গণি মনসুর। সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন।
দৈনিক দেশ জনতার বানী সম্পাদক ও সংগঠনের সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ইজতিহাদ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, দৈনিক বায়োজিদের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক শাহ আমানতের উপদেস্টা সম্পাদক হুমায়ন কবির,সকালের চট্টগ্রামের সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী, দি ক্রাইমের সম্পাদক আসিচ চন্দ নন্দী, দৈনিক চট্টগ্রামের পাতা সম্পাদক এম এ কাইয়ুম প্রমূখ।
সভায় আগামী ২৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম প্রেসক্লাবে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানের সিদ্ধান্তসহ বেশ কয়েকটি সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।