1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফারুক–ই–আজম - পূর্ব বাংলা
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফারুক–ই–আজম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৬তম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩টায় নগরীর রোটারি সেন্টারে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ৩টি বিভাগে বিভিন্ন শ্রেণির ৫ শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন শেষে ৩৯ জনকে নগদ অর্থ ও পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম বীর প্রতীক। তিনি বলেন, আমি কৃতজ্ঞতা জানাতে চাই রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজক সাংবাদিক ওসমান গনি মনসুর ও ডা. রওনক জাহানকে। তারা শিশুদের মানসিক বিকাশের জন্য ধারাবাহিকভাবে এই সৃজনশীল আয়োজন করছেন। আশা করি এই প্রতিযোগিতা চট্টগ্রামের জাতীয় প্রতিযোগিতায় রুপান্তর হবে।

বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট প্রফেসর ড. এ এইচ এম ইশহাক চৌধুরী।

প্রধান বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক কে এম আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন রোটারি প্রাক্তন গভর্নর আব্দুল আহাদ, ক্লাস চেয়ারম্যান সাংবাদিক ওসমান গণি মনসুর, সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংবাদিক শাহনেওয়াজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন রাফির মা ড. রওনক জাহান, চট্টগ্রাম রোটারি সেন্টারের সেক্রেটারি মুহাম্মদ ওমর আলী ফয়সাল, শফিকুল আলম খান, আলতাফ মাহমুদ হান্নান, প্রফেসর আসিফ ইকবাল, ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মীর নাজমুল আহসান রবিন, বোরহান উদ্দিন, রোটাক্টেক প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ, চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, জিল্লুর রহমান রিফাত, এডিটর তানিয়া আক্তার মাহি । রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে চিলড্রেন লিউকেমিয়া এসিস্ট্যান্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাস) ও রোটারি এন্ড রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla