খলীফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা ফজলুর রহমান মিঞা সিদ্দিকী হানফী আল মাইজভান্ডারী (ক:) প্রকাশ ফজল ফকির শাহ এর ৯০ তম বার্ষিক ওরশ শরীফ গত ১২ মাঘ, ২৬ জানুয়ারি রবিবার ২০২৫ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উত্তর আকুবদন্ডী গ্রামের দরবারে রহমানিয়ার শেখ নজর মোহাম্মদ মঞ্জিলে নানান কর্মসূচি পালনের মধ্ব দিয়ে মহাসমারোহে অনুস্টিত হয়।
এতে কর্মসূচী ছিল খতমে কোরআন, মিলাদ, জিকির- আজকার, ছেমা মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ। শেখ নুরুল মোক্তার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী, শেখ নুরুল আকতার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী, শেখ আহমদ নূর সিদ্দিকী আজাদ হানিফী আল মাইজভান্ডারী, শেখ সৈয়দ নূর সিদ্দিকী সাজ্জাদ হানিফী আল মাইজভান্ডারীর যৌথ পরিচালনায়।
এতে বিভিন্ন কার্যক্রম ও অনুস্টানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলা শাখার কর্মকর্তা মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ মাইজভান্ডারী, গাউছে হাওলা দরবার শরীফের আওলাদেপাক, মাইজভান্ডারী মরমী শিল্পী গোষ্ঠীর কর্মকর্তা মোহাম্মদ আদিল মাহবুব আকবরী, ফজল ফকির ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতীব মাওলানা আইয়ুব আল কাদেরী, বিশ্ববন্ধন’র ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, সংগঠক জয়নাল আবেদীন মাসূদ, পোপাদিয়া ২ নং ইউপি সদস্য মোহাম্মদ মামুন উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ জেবর মুল্লুক, মোহাম্মদ রফিকুল ইসলাম, খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ। ওরশ শরীফে মাহফিলে ছেমা পরিবেশন করেন মরমী শিল্পী মেহেদী হাসান, মরমী শিল্পী হাফেজ সৈয়দ মোহাম্মদ নাজমুস সাকিব।