রংপুরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে স্বামী ওসমান গণিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওসমান গণির বাবা সহিদুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারোবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সাথে আমজাদ হোসেনের কন্যা মঞ্জুয়ারা খাতুনের বিবাহ হয়। বিয়ের পর থেকে সংসারে অভাবের কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন স্বামী। এ ঘটনায় নিহত মঞ্জুয়ারা খাতুনের বাবা আমজাদ হোসেন ২৫ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।