সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শতবর্ষী কামালের বাপের পুকুর ও কবরস্থান জবর দখলকারী লাভলী ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শনিবার বারটার দিকে এই মানববন্ধন হয়েছে।কবরস্থান ও পুকুর ভরাটকারী লাভলী ও শালিস বেপারী মুছাকে আইনের আওতায় আনার জোর চট্টগ্রাম পুলিশ সুপার,সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন মানববন্ধনে উপস্থিতরা।
এসময় তারা বলেন,লাভলী বিভিন্ন সময় নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে জেল খাটানোর হুমকি প্রদর্শণ করে থাকে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,কামাল মেম্বার,দিদার,সেলিম,নুরুল ইসলাম,সপিউল আলম,খাইরুল আলম নাছির ও এলাকার গন্যমানয় ব্যক্তিবর্গ।