ভারতে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানিয়েছেন, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে এলটিপি সেকশনের ১৪ জন কর্মী আটকা পড়েন। দমকল কর্মী ও চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রাথমিক অভিযানে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসস্তূপ সরাতে একটি খননযন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।