১৯ জানুয়ারি মধ্যরাত ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামে পতেঙ্গার বহিঃনোঙ্গরে সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাঙ্গু গ্যাস ফিল্ড হতে সরকারী সম্পদ চুরির সময় চুরির কাজে ব্যবহৃত ১ টি কাটিং মেশিন, ৬ টি গ্যাস সিলিন্ডার, ২ টি লোহার মই, ১ টি হ্যান্ড লিভার, ১ টি কাঠের বোট, ১ টি লাইফ বোট ও৫ টন চুরিকৃত লোহার স্ক্র্যাপসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত দুষ্কৃতিকারীরা হলেন মোঃ মফিজ (৪২), মোঃ সোহেল উদ্দিন (৩৮), মোঃ সজিব (২৪), মোঃ রেয়াজউদ্দিন (৩৩), মোঃ সজিব ফরাজী (২৪), মোঃ আমিনুল ইসলাম (২১) ও মোঃ ইমরান (২৯) বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম নৌ-পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।