দুদকের অভিযানে গ্রেপ্তারের পর এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর দুদকের একটি দল তার ধানমন্ডির বাসায় অভিযান চালায়।
দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক মহা পরিচালক আক্তার হোসেন। তিনি জানান, দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এসকে সুরের বাসায় অভিযান চালায়।
পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান তিনি। চলতি মাসের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে ২৩ ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।