সকাল সকাল ভূমিকম্পে কাঁপল দেশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লায় এ ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এ তথ্য জানিয়েছেন।
রুবায়েত কবীর বলেন, ‘ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।’
সিলেটের আবহাওয়া অফিসের আবহওয়াবিদ সজিবুর রহমান বলেন, ‘রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।