চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে ২রা জানুয়ারী রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ উপাদান, পশুখাদ্য ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে গুড় তৈরি করায় গঁওরা গ্রামের মোঃ আলম ও রিমা বেগম এর বাড়ি হতে প্রায় ৪০০ কেজি গুড় ও ভেজাল কাঁচামাল জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ/ছাড়পত্র গ্রহণ না করে আমদানীকৃত সুগার (চিনি) এবং অস্বাস্থ্যকর ও লেবেল/মোড়কবিহীন পরিত্যক্ত সরিষার তেলের ড্রামে অপরিশোধিত লিকুইড সুগার বিক্রি-বিতরণ করায় কাঁকড়ামারী বাজারে অবস্থিত জুয়েল ট্রেডার্স ও আব্দুর রহমান ট্রেডার্স এর উভয়কে ১৫,০০০/- করে মোট ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও উপজেলা কৃষি অফিসার, চারঘাট, রাজশাহী জনাব মোঃ আল মামুন হাসান। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।