.এসো দেশ বদলাই পৃথিবী বদলাই. এই শ্লোগান সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে পালিত হল তারুণ্যের উৎসব ২০২৫ ।উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে উপজেলা প্রশাসন ভবন এর সামনে থেকে রালি নিয়ে উপজেলা কমপ্লেক্সে ঘুরে এসে উপজেলা গেইটে বক্তব্য এর মাধ্যমে শেষ হয়।
রালিতে বক্তব্য রাখেন উপজেলা এসিল্যান্ড ও পৌর প্রশাসক অংছিং মারমা উওর বিএনপির যুগ্ন আহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডঃ আবু তাহের সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতির সভাপতি জিএস বশার সভাপতি রিগ্যান চাকমা বলেন তারুণ্যের এই উৎসব এক সাথে সারাদেশে পালিত হয়েছে, ৫১ দিন ব্যাপি এই উৎসব চলবে এই উৎসবে রয়েছে কাবাডি, ভলিবল, ব্যাটমিন্টন, হাড়ি ভাংগা, ত্রিুকেট সহ নানা রকমের খেলা। এতে ভিবিন্ন স্কুল কলেজ ও ইউনিয়ন পর্যায়ের লোকজন ও ছাত্র ছাত্রী অংশ গ্রহন করতে পারবে।
উপজেলা এসিল্যান্ড বলেন, পৌরসভা কে আধুনিক করতে বজ্য নিরসন পরিস্কার পরিচন্ন অভিযান মশক নিধন সহ সকল ব্যবস্তা করা হবে উওর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইন্জিনিয়ারিং বেলায়েত বলেন তারুণ্যের উৎসব আমাদের নতুন দিনের জন্ন অনুপানিত করবে আমরা সবাই একসাথে থেকে এই উৎসব শেষ করব, সদস্য সচিব ঠাকুর বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে রাতের আধারে দেশ আজ স্বাধীন আমরা কথা বলার অধিকার পেয়েছি। জিএস বশার বলেন, তারুণ্যেরও উৎসব এর নতুন আশার আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে আমরা সবাই একসাথে এই উৎসব পালন করব।
তারুণ্যের উৎসব আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সোলাইমান বাদশা, পৌরসভা বিএনপির সিনিয়র যুন্গ আহবায়ক মোশাররফ হোসেন দিদার, বিএনপি নেতা হাসানুজ্জুমান মামুন যুবদল সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, যুব নেতা মনির পৌর বিএনপি নেতা শামীম, মাঈন উদ্দিন,মাহবুব আলম শিমুল, উপজেলা ছাত্রদল সদস্য সচিব শহিদুলইসলাম, পাপেল,রেজাউল করিম রিয়াদ , নাজিম কমিশনার, মিজানুর রহমান মিজান, আকরাম খান মুকুল, দিদারুল আলম সোহেল, আবদুর রহিম, শ্রমিকদল সভাপতি আবু নাসের মৎস্য জীবী দলের সভাপতি সেটাপ সাদ্দাম সহ যুবদল ছাত্রদল নেতা সহ অন্ন কর্মীরা উপস্থিত ছিলেন সাংবাদিক হাসানুজ্জামান,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান অনলাইন সাংবাদিক ফছিউল আলম।