‘বলবে তুমি শুনবে দেশ’ এই উপপাদ্য নিয়ে চট্টগ্রামে এনডিএম’র কর্মী সভা সম্পন্ন
পূর্ব বাংলা ডেস্ক
-
প্রকাশিত সময়ঃ
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
-
১৩
বার পড়া হয়েছে
ববি হাজ্জাদের অঙ্গিকার, দেশ হবে জনতার
নিজস্ব প্রতিনিধি
‘ববি হাজ্জাদের অঙ্গিকার দেশ হবে জনতার’ এই শ্লোগানে মুখরিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এনডিএম’র কর্মীসভা ২৮ ডিসেম্বর বিকালে মহানগর কমিটির সভাপতি ও চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনডিএম’র চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক ববি হাজ্জাদ।
বর্ডারের বাইরের কেউ আমাদের দূর্বল করতে পারবে না, ফ্যাসিবাদের সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু রোধ করতে চাই। চট্টগ্রামে এখনও ওয়াসার বিল কপিতে শেখ হাসিনার নাম রয়েছে। এই কপি অবিলম্বে বাতিল করতে হবে। নতুন কপি প্রিন্ট করতে হবে। ফ্যাসিবাদের নাম কোথাও রাখা যাবে না। ওয়াসা সহসা এই কপি বাতিল না করলে ওয়াসা ভবন ঘেড়াও করা হবে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের গভীর রাতের ফেইজবুক লাইফ বলে দিচ্ছে এখনো সচিবালয়ে অগ্নিকাণ্ড আওয়ামী ফ্যাসিবাদ জড়িত। এনডিএম’র কর্মী সভায় প্রধান অতিথির ভাষণদান কালে ববি হাজ্জাদ উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্য এমরান চৌধুরী বলেন, মেয়র রেজাউল করিম, নোফেল ও জাবেদেরা আমাদের দমন-পীড়ন করেছেন। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আগামী নির্বাচনে ফ্যাসিবাদের কেউ যাতে নির্বাচনে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।
কর্মীসভায় দক্ষিণ জেলা এনডিএম’র সভাপতি মোহাম্মদ ইকবাল, মহানগরের কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উত্তর জেলা এনডিএম’র সভাপতি সুমন দাশ বিজয়, আদনান সাদিক, সাজ্জাদুল করিম, মিনহাজ উদ্দিন (ইপিজেড), প্রদীপ দত্ত (আনোয়ারা), নাজিম উদ্দিন মঞ্জু (সাতকানিয়া), মোহাম্মদ নাসির (বাঁশখালী), মিজানুর রহমান, আজমল খান, সুমা মুৎসুদ্দী, শরিফুল ইসলাম অভি, নাছিমুল আলম, সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, সাফরান আবদুল্লাহ, মাছুম বিল্লা, ফজলুল করিম রনি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
More News Of This Category