আব্দুল করিম সাহিত্য বিশারদের নাতী সাবেক বিচারপতি ফজলুর করিমের কবর জেয়ারত করেছেন তাঁর স্বজনেরা।
জানা গেছে, ২৮ ডিসেম্বর শনিবার বাদ জোহরের পর কবরস্থান পরিদর্শন ও কবর জিয়ারত করা হয়। এই সময় প্রবাসী রেজাউল করিম চৌধুরী ( চীপ জাস্টিস সাহেবের খালাতো ভাই) চীফ জাস্টিস ফজলুল করিমের ছোট ছেলে ব্যারিস্টার নকিব করিম, তাঁর স্ত্রী ও শশুর শাশুড়ির সহ পারিবারিক মসজিদের ইমাম দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।।