1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
তিতাস গ্যাসে কোম্পানির দুর্নীতিবাজ চক্র অসাধু অবৈধ গ্যাস সংযোগে জড়িতরা এমডির কাঁধে চড়ে বসেছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিতাস গ্যাসে কোম্পানির দুর্নীতিবাজ চক্র অসাধু অবৈধ গ্যাস সংযোগে জড়িতরা এমডির কাঁধে চড়ে বসেছে এস আলম গ্রুপের ৭ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ ও হুশিয়ারী চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম শাখা’র সংবাদ সম্মেলন কাল আবাসিক হোটেল মালিক সমিতির শপথ পাঠ অনুষ্ঠান রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন খসড়া তালিকা প্রকাশ: গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৮, আহত ১১৫৫১ ভূমি সেবা পেতে ভোগান্তি শাহাবুদ্দিন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত চট্টগ্রামে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা সম্পন্ন

তিতাস গ্যাসে কোম্পানির দুর্নীতিবাজ চক্র অসাধু অবৈধ গ্যাস সংযোগে জড়িতরা এমডির কাঁধে চড়ে বসেছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১ বার পড়া হয়েছে

গত কয়েক মাসে কোন অর্জন নেই দেশের বৃহত্তম গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র। কোম্পানির দুর্নীতিবাজ চক্র অসাধু অবৈধ গ্যাস সংযোগে জড়িতরা তিতাস গ্যাসে এমডির কাঁধে চড়ে বসেছে।
তবে এ বিষয়ে আনীত কোন অভিযোগ অস্বীকার করেননি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহ নেওয়াজ পারভেজ। তবে এর কারন হিসেবে তিনি তিতাস গ্যাসকে নতুন কর্মস্থল হিসেবে অভিহিত করেছেন।
চারদিকে অবৈধ সংযোগ থেকে উপার্জিত টাকায় ভাসছে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়। সেই লোভে চক্ষু চরকগাছ বর্তমান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজের। দুহাতে অর্থ রোজগার করছেন অবৈধ কর্মচারী ইউনিয়নের দালাল নেতাদের মাধ্যমে। গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন আনা হয়। সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহর স্থলাভিষিক্ত হন পেট্রো বাংলার জিএম জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। চেয়ারে বসেই তিনি তিতাস গ্যাসের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে নিজস্ব একটি বলয় তৈরি করেন। এবং তিতাস গ্যাসে এমডি হিসেবে যোগদান করার পরপরই অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সুবিধাজনক স্থানে বদলি করার মিশন নিয়ে দুর্নীতির প্রথম ধাপ সম্পন্ন করেন।বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এর সাবেক গাড়ি চালক সাইফুল ইসলাম ( কোড নং-০৯৮৮৩) কে এক মাসে চারবার বিভিন্ন পছন্দের জায়গায় বদলি করা হয়। গত ২ আগষ্ট মেঢাবিবি-৬ থেকে অনিয়ম দুর্নীতির অভিযোগে সংস্থাপন বিভাগে বদলি করা হয় , এরপর আবার ২২ আগস্ট আরেকবার বদলি করা হয়,১৮ সেপ্টেম্বর তাকে মেঢাবিবি-৬ থেকে পুনরায় বদলি করা হয়, ৬ নভেম্বর একবার মেট্রো বিপণন বিভাগ-৫ এ বদলি করা হয়, সেই স্থানেও ভালো না লাগায় তার পছন্দের জায়গা ধানমন্ডি অফিসে বর্তমানে পোস্টিং দেওয়া হয়েছে। এভাবে শতাধিক কর্মচারী নিজেদের পছন্দের জায়গায় বদলি হয়ে যাচ্ছে যখন তখন।তিতাস গ্যাসের অবৈধ সংযোগ এবং দুর্নীতির মোক্ষম জায়গায় নিয়োগ পেতে মরিয়া যেসব কর্মচারী তাদের স্বার্থ রক্ষা করেছেন বর্তমান এমডি।

তিতাস গ্যাস সব সময়ই লুটপাটের প্রতিষ্ঠান হিসেবে দূর্নীতিবাজদের টাকার পাহাড় বানানোর মেশিন ছিল। রাজনৈতিক ভাবে যখন যে সরকার ক্ষমতায় ছিল সেই দলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা প্রভাব বিস্তার করে রাষ্ট্রীয় সম্পদ চুরির মহোৎসব করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরেও লুটপাট কোন অংশে কমেনি। তিতাসের এই লুটেরা গোষ্ঠী বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শাহা নেওয়াজ পারভেজকে ম্যানেজ করে ইতোমধ্যেই ১০০ কর্মচারীকে সুবিধাজনক জায়গায় বদলি করেছে।তিতাস গ্যাস কোম্পানিতে আওয়ামী লীগ সমর্থিত সিবিএ নেতারা ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়ার পর বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠনের ব্যানারে চাকরি থেকে অবসর নেয়া একজন কর্মচারীর নেতৃত্বে চর দখলের মত অবৈধভাবে সিবিএ অফিসের তালা ভেঙে দখল করে বসে পড়ে। তারা পানি বিদ্যুৎ সহ সরকারি সকল সুযোগ সুবিধা ব্যবহার করছে এই সিবিএ অফিস থেকে।

তিতাস গ্যাসের বিএনপি সমর্থিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন সাংগঠনিক দ্বন্দ্ব চলে আসছিল। যার একটি অংশের নেতৃত্বে ছিলেন সাবেক কর্মচারী বর্তমান জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের স্বঘোষিত সভাপতি খন্দকার জুলফিকার মতিন অন্যটির নেতৃত্বে ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক হারুন শেখ। বর্তমানে হালুয়া রুটি ভাগাভাগিতে চির প্রতিদ্বন্দ্বী দুটিগ্রুপ একত্রিত হয়েছে।

তারা তাদের শক্তির জানান দিতে বর্তমান এমডি কে নিয়ে গত ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১:৩০ টায় তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে একটি সভা আয়োজন করে। পরবর্তীতে সেই আয়োজিত সভাকে পুঁজি করে তাদের অনুমোদনবিহীন অবৈধ কমিটিকে জায়েজ করার জন্য নানা কূটকৌশলের আশ্রয় নেয়।

বর্তমানে তিতাস গ্যাসের স্ব-ঘোষিত জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন চলছে চাকরি থেকে অবসর নেয়া খন্দকার জুলফিকার মতিনএবং হারুন শেখ এরনির্দেশে। আর তাদের এসব অপকর্মের গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নবনিযুক্ত তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ।
শাহনেওয়াজ পারভেজ এসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের এতটাই প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন যে তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানকে প্রভাবিত করা, বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন করতে নিরুৎসাহিত করা, অনুমোদন বিহীন লোড বৃদ্ধি সহ তিতাস গ্যাসের ক্যাপটিভ,শিল্প, বানিজ্যিক, সিএনজি এমনকি আবাসিক খাতে হস্তক্ষেপ করে চলেছে। গত তিন মাসে তিতাস গ্যাসের উন্নয়নের সূচক নিম্নমুখী। ইতোমধ্যে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার জ্বালানি বিষয়ক রিপোর্টাররা সংবাদ প্রকাশে নানা তথ্য সংগ্রহ করে চলেছেন। তিতাস গ্যাসের লোকসানের বোঝা এই গত তিন মাসে ভারী হয়েছে আরো কয়েকগুণ।
এছাড়াও সেবা গ্রহিতারা তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে বিভিন্ন কারণে দেখা করতে আসলে সাক্ষাৎ করেন না তিনি। সাক্ষাতের সময়ও পরিবর্তন করে দেওয়া হয়েছে শুধুমাত্র দুপুর ১২টা থেকে ১টা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিলেও তাকে সেই সময়েও পায় না কোন গ্রাহক। নিরুপায় হয়ে দালাল চক্রের মাধ্যমে সেবাগ্রহীতারা অনুমোদন বিহীন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের খপ্পরে পড়ছেন। সরাসরি কাজ করার পরিবর্তে দালাল ধরে কাজ করাই এখন তিতাসের রেওয়াজে পরিণত হয়েছে।

বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের অদক্ষতা, অযোগ্যতার বিষয়ে তিতাস গ্যাসের নাম প্রকাশ না করার শর্তে একজন জিএম বলেন, তিতাস গ্যাসের বর্তমান যেই হাল এই অবস্থা আর কিছুদিন চলতে থাকলে কোম্পানিটি দারুন সংকটে পতিত হবে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla