1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
ভূমি সেবা পেতে ভোগান্তি - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

ভূমি সেবা পেতে ভোগান্তি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

মাহমুদুল হক আনসারী
জমির খাজনা, অনলাইন খাজনা দীর্ঘ একমাস থেকে দিতে পারছে না ভুক্ত ভোগি জনগন। ফলে সারা দেশে কোটি কোটি মানুষের ভোগান্তি। এই ভোগান্তির কেউ দায় নিতে রাজি নয়। শহর, গ্রাম, অন্চলের সব ভূমি অফিসের এই অবস্থা। সুরাহার কোনো কাজের কাজ আজ পর্যন্ত দেখছি না। চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার পৌর সভার বাসিন্দা জহির দুই মাস পর্যন্ত একটি জমি বিক্রি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ফাইল করার কাজ করছিল। তার পারিবারিক কাজে খুব বেশি টাকার প্রয়োজন ছিল। সে তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করবে। সেই জন্য তার অনেক কাগজ পত্র দরকার। সেখানে জমির আপডেট খাজনার রশিদ দরকার। এই খাজনা দিতে গিয়ে তিনি খাজনা দিতে পারছেন না। এর মধ্যে জমি বিক্রির জন্য ক্রয়কারী দেশের বাইরে চলে যাবেন। ক্রয়কারী বাইরে চলে গেলে তার জমি বিক্রি তার কাছে করা হবে না। এর মধ্যে বিক্রি কারির টাকার প্রয়োজন খুব বেশি। এই প্রয়োজন মিটাতে অন্যতম মাধ্যম হলো ভূমি অফিস। কিন্তু অফিসের সার্ভার বন্ধ থাকায় কোনো ভাবেই অনলাইন খাজনা দিতে পারছেন না। এর কোনো সমাধান ভূমি অফিসের কাছে নেই।
এ ধরনের সমস্যা হাজার হাজার মানুষের। কেউ মেয়ে বিয়ে দিবে। সন্তানকে বিয়ে করাবে। আতিœয়স্বজনকে বিদেশে পাঠাবে। ব্যবসা করবে। বাড়ি ঘর মেরামত করবে। সন্তান সন্তুতির প্রয়োজনীয় শিক্ষা খরচ মিটাবে। নানান কারণে মানুষের জমি ক্রয় বিক্রয় করতে হয়। এই জায়গায় ভূমি অফিস এবং তাদের সেবার বিকল্প নেই। কিন্তু সম্পূর্ণ ভাবে জমি ক্রয়বিক্রয়ে ভূমি সেবা ্ও সার্ভার সম্পূর্ণ রূপে বন্ধ। কবে নাগাদ এই সার্ভার সক্রিয় ্ও চালু হবে সেই তথ্য সংশ্লিষ্ট কেউই বলতে পারছে না। যেই ভূমি অফিসে জমি জমার কাজ কর্মে জনগনের ব্যাপক আগমন থাকতো সেখানে এখন শুন শান নিরবতা। কারণ অফিসে জমি জমার সেবা নেয়া যাচ্ছেনা। কর্মকর্তারা কেউ উপস্থিত কেউ বা অনুপস্থিত। ধারাবাহিক নিয়মিত কোনো কাজ করতে পারছে না তারা।
ভুক্তভোগি শুধু সেবা গ্রহিতারা তা নয়। সরকারের কোটি কোটি টাকার দৈনন্দিন আয় বন্ধ আছে। ফলে বিভিন্ন প্রকারের জমি সংক্রান্ত আয় থেকে ভূমি মন্ত্রণালয় বন্চিত হচ্ছে। প্রবাসি শত শত শ্রমিক বিভিন্ন পেশার মানুষ নগদ টাকার অভাবে বিদেশ যেতে পারছে না। ফলে বিদেশগামী থেকে শুরুকরে সরকার পর্যন্ত মূল্যবান রেমিটেন্স হারাচ্ছে। নামজারি আবেদন, জমির খাজনা সারা দেশে আবেদনের স্তুপ পড়ে আছে ভূমি অফিস সমূহে। অর্থনীতির চাকা ঘুরছেনা জনগন অর্থের লেনদেন জমির মাধ্যমে করতে পারছেনা। এই ধরণের জমি সংক্রান্ত ভূমি অফিসের বিড়ম্বনা বিগত কয়েক দশক্ওে দেখা যায়নি। সার্ভারের সমস্যা সংস্কার শক্তি শালি করন। সবকিছু সরকারের নিয়ন্ত্রনে। কিন্তু কেন একটি সার্ভার সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করে লাখ লাখ মানুষের এই দূর্ভোগ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সার্ভার সচল অথবা বিকল্প পথে ভূমি অফিসের দৈনন্দিন সেবা অবশ্যই দিতে পারে বলে জনগনের বিশ^াস। সরকারের বিভিন্ন বুদ্ধি স্বিদ্ধান্ত নিশ্চই আছে। বিকল্প পথে ভূমি সেবা পেতে এই মন্ত্রণালয়কে জনভোগান্তি লাঘবে সঠিক স্বিদ্ধান্ত নিতে হবে। ভূক্ত ভোগি জনগনকে নিস্তার দিতে হবে। সরকারের রাজস্ব আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থনৈতিক লেনদেনের চাকা সচল রাখতে হবে। দেশ বিদেশে চাকরি প্রত্যাশি প্রবাসিদের দেশি বিদেশি অর্থনৈতিক সমস্যা দূর করতে ভূমি অফিসের দাপ্তরিক কর্মকান্ড ভোগান্তিহীন পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে।
গনপ্রজাতন্ত্রি বাংলাদেশের একটি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়। বিগত সময়ে এই মন্ত্রণালয়কে নানাভাবে সাজানো হয়েছে। সার্ভারের মাধ্যমে ভূমির যাবতীয় হিসাব রক্ষণা বেক্ষন অর্থ আদান প্রদান জমির ম্যাপ সবকিছু তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতির মধ্যে নিয়ে আনা হয়েছে। একজনের জমি অন্যজনের নামে খতিয়ান তৈরি জাল দলিল শনাক্ত করন দালাল চক্রের দৌরাত্বক অনেকটা বন্ধ হয়েছে। অনলাই আবেদনের মাধ্যমে জমির নামজারি খতিয়ান প্ওায়া যাচ্ছে। ঘরে বসে মোবাইলের মাধ্যমে এ্যাপসে গিয়ে খাজনা পরিষদ করা যাচ্ছে। এই সব পদ্ধতি নিয়ম অবশ্যই ভূমি মন্ত্রণালয়কে অভিনন্দন ্ও শুভেচ্ছা প্রকাশ করার মতো। ভূমি অফিসে এখন দালালি চক্রের তৎপরতা নেই বলা যায়। তথ্য প্রযুক্তির সেবায় জনগন আন্তরিক ভাবে সেবা পাচ্ছে ভূমি অফিস থেকে। তবে বর্তমানে সার্ভার সংক্রান্ত সমস্যার কারনে জনগনের ভোগান্তির সিমা নেই। বর্তমান সরকারকে নিত্য প্রয়োজনীয় জরুরি এই সেবাটির গুরুত্ব অনুধাবন করে দ্রæত সময়ের মধ্যে সচল করা দরকার। দেশপ্রেমিক ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট সকলের অব্যাহত আন্তরিক ভাবে সেবা প্রদানের জন্য জনগন সর্বদা তাদের পাশে আছে। সার্ভার সমস্যার সাময়িক এই দূর্ভোগ সেবা দাতা গ্রহিতা সবার জন্য দূর্ভাগ্যের কারণ। অতি স্বল্প সময়ে এই সমস্যার সুরাহার চায় জনগন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla