রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম গহিরা নিবাসী প্রয়াত কানাই লাল বড়ুয়া (ভগবানের) স্মরণে মহাসংঘদান অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠান তাঁর নিজ বাড়ি জয় কুমার বড়ুয়ার বাড়িতে যথাযোগ্য ধর্মীয় ও সামাজিক মর্যাদায় ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।
এই দিন মহাসংঘদান অষ্ট পরিষ্কার দান ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে নব-নির্মিত গৃহে প্রবেশ, প্রয়াত ভগবানের নাতনীর কর্ণছেদ অনুষ্ঠানও অন্তভুক্ত ছিল।
এইসব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সমূহে পন্ডিত প্রবর বৌদ্ধ ভিক্ষুগণ ধর্মদেশনা করেন এবং অনেকে স্মতিচারণ করে বক্তব্য রাখেন।
পূন্যানুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডচারণ করা হয় এবং উপাসক-উপাসিকাদের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।