সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদার এর তত্ত্বাবধানে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী রফিক আহাম্মদ এর নেতৃত্বে এসআই/তীথংকর, এসআই খাজা এনাম এলাহী, এসআইজামিল পিপিএম, এসআই আরিফ, এসআইমিজান, এসআই আবু সাঈদসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৫, তারিখ-২২/০৯/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/ ১০৯/৩৪ দঃবিঃ এর তদন্তেপ্রাপ্ত আসামী আরফিুল আলম চৌধুরী প্রঃ রাজু (৪৮), বাশঁবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সীতাকুন্ড উপজেলার সাবেক চেয়ারম্যানকে ইং২২/১১/২০২৪ তারিখ ডাবলমুরিং মডেল থানাধীন আসকারাবাদ এলাকা হতে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-০৬(১০)২৪ইং ধারা-১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইন ৩/৪ তৎসহ ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৪৩১/৩৮০/৫০৬ পেনাল কোড ১৮৬০ রয়েছে।