১৬ নভেম্বর শনিবার বিকালে নগরীর কাজীর দেউরিস্থ অফিসার্স ক্লাব সংলগ্ন রোটারি স্কুল অব ইসলামাবাদ চট্টগ্রাম এর হল রুমে রোটারি এন্ড রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রাম এর উদ্যেগে ইরফানুল গনি রাফি’র ২৭তম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইরফানুল গনি রাফির বাবা সাংবাদিক ওসমান গণি মনসুর , শফিকুল আলম খান, শওকত হোসাইন,ইন্জিনিয়ার আবদুর রশিদ,মাহফুজুর রহমান,ডা.চৌধুরী মনিরুল হাসান, রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ , কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মরিয়ম আক্তার, এডিটর তানিয়া আক্তার মাহি, মেম্বার অফ সাইফুল ইসলাম। রোটারি স্কুল এর আরবি শিক্ষক হাবিবুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।
ঘাতকব্যাধি লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত হয়ে এক কিশোর প্রতিভা রাফি মাত্র ১১ বৎসর বয়সে অকাল মৃত্যুবরণ করে। তার স্মৃতিধারণ করে গঠিত চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের পরিবারের কল্যাণার্থে দীর্ঘ ২৬ বৎসরকাল যাবত নানামুখী চিকিৎসা ও সেবা- সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।বিজ্ঞপ্তি