ইরফানুল গনি রাফি’র ২৭তম মৃত্যুবার্ষিকী কাল শনিবার ১৬ নভেম্বর । ঘাতকব্যাধি লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত হয়ে এক কিশোর প্রতিভা রাফি মাত্র ১১ বৎসর বয়সে অকাল মৃত্যুবরণ করে। তার স্মৃতিধারণ করে গঠিত চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের পরিবারের কল্যাণার্থে দীর্ঘ ২৬ বৎসরকাল যাবত নানামুখী চিকিৎসা ও সেবা- সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ উপলক্ষে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানাদি ছাড়াও রোটারী ও রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের উদ্যোগে কাল শনিবার বাদ আসর স্থানীয় রোটারী স্কুলে এক মিলাদ মাহফিল এবং এলাকার দুস্থ শিশু ছাত্র-ছাত্রীদের মধ্যে তবারুক বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।