1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগনের প্রত্যাশার পাহাড়, কেমন বাংলাদেশ চাই ? - পূর্ব বাংলা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রামু সাব-রেজিস্ট্রারের অবৈধ সম্পদের পাহাড় চাকরির কয়েক বছরের মধ্যেই বহু জমি জমা দালানের মালিক শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ইসকনের ৭৫ জন ভক্ত ভারতে প্রবেশ   চান্দগাঁও কিশোর গ্যাং লিডার আহসানের নেতৃত্বে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ কিশোর গ্যাং লিডার গ্রেফতার চট্টগ্রাম প্রেস ক্লাবে এটর্নী জেনারেলের মত বিনিময় সাংবাদিকদের হাত লম্বা, কিন্তু আইনের হাত আরো লম্বা চান্দগাঁও- এ পাম অয়েল দিয়ে ঘি তৈরি আড়াই লাখ জরিমানা ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে – খেলাফত মজলিস ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর ঘনিষ্ট রেলওয়ে পূর্বাঞ্চলের ঠিকাদার শাহ আলম’র অনিয়ম তদন্তে মন্ত্রণালয় মাঠে নেমেছে ত্রিতরঙ্গের বর্ণাঢ্য হেমন্ত উৎসব ফিরিঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা জামায়াতের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগনের প্রত্যাশার পাহাড়, কেমন বাংলাদেশ চাই ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

মাহমুদুল হক আনসারী
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কেমন চলছে। এই প্রশ্নের উত্তর বহু লম্বা। তিপ্পান্ন বছরের বাংলাদেশ ধিরে ধিরে এগিয়ে যাচ্ছিল। উন্নয়ন অগ্রগতি শিক্ষা স্বাস্থ্য মানবাধিকার প্রতিষ্ঠায় দেশ পরিচালিত হচ্ছিল। জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিগত সরকার ধারাবাহিক ভাবে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছিল । জুলাই আগস্ট ছাত্র গণআন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। সেই সরকারের মন্ত্রি পরিষদ ও সরকার প্রধান দেশ থেকে পালিয়েছে। গণ অভূত্থ্যানে ক্ষমতার প্লাটফর্ম পরিবর্তন হয়েছে।
ছাত্র আন্দোলনের ফলে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগনকে পরিচালনা করছেন। জুলাই গণ আন্দোলনে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে দেশের সব শ্রেণি পেশার জনগনের সম্পৃক্ততা ছিল। ফলে গণ বিপ্লব সফল হয়েছে। ছাত্র কোটা বৈষম্য বিরোধী আন্দোলন , অর্থনৈতিক বৈষম্য , রাজনৈতিক প্রতিহিংসা , গণতান্ত্রিক অধিকার প্রত্যয় নিয়ে মূলত জুলাই আন্দোলন সংগঠিত হয়। জনগনের সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে গণ বিপ্লবটি সফল হয়। এই গণ বিপ্লবে ছাত্র আন্দোলনের কর্মসূচির কাছাকাছি থেকেছিল দেশের আমজনতা। তিন মাস বর্তমান  সরকার দেশ চালাচ্ছে। এই মুহুর্তে দেশ পরিচালনার ভালো মন্দ দিক নিয়ে বলার মতো অনেক গুলো কথা বলার আছে। বৈধ , নিষিদ্ধ বলার মতো পরিবেশ না থাকার অনেকগুলো বিষয় ও প্রতিবেদন লেখকের নিকট ভাজ পড়ে আছে।
তবুও কিছু কথা না বললে হয় না । তাই বলার জন্য এই লেখা ।অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশার পাহাড় ছিল জনগনের। কিন্তু সেই প্রত্যাশা পূরণে জনগনের আশা নিরাশায় ঘুরফাঁক খাচ্ছে। জনগনের প্রত্যাশার মধ্যে ছিল মূল্যস্ফিতি নিয়ন্ত্রন , দ্রব্যমূল্যের মূল্যহ্রাস, সহজ  প্রাপ্তি , রাজনৈতিক হিংসা প্রতিহিংসা থেকে বেরিয়ে আসা , শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা । আইন শৃঙ্খলার পরিবেশ শান্তিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা করা। ব্যাক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা পূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা। জনগনের জানমাল জীবন , কর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। বাকস্বাধীনতা , রাজনৈতিক সভা সমাবেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্রিয় ও সাংবিধানিক অধিকার সব শ্রেণি পেশার জনগনের জন্য সমান ভাবে প্রতিষ্ঠা করা।
এই কয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। ৭ নভেম্বর বাঁশখালী উপজিলার চাম্বল গ্রামের মাস্টার আজিজুল হককে স্থানীয় কতিপয় ভূমিদস্য জীবন নাশের উদ্দেশ্যে মারাত্মক ভাবে তাকে ও তার সন্তান আব্দুল্লাহ মাহিকে মারাত্মক ভাবে আহত করে রক্তাক্তবস্তায় রাস্তায় ফেলে চলে যায়। যা গণমাধ্যমে ১৭ নভেম্বর সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে। ১৪ নভেম্বর রাউজান উপজিলায় জমিজমা ও রাজনৈতিক কারণে স্থানীয় সন্ত্রাসী এলাকার শান্তিকামী বিভিন্ন পেশার জনগনের উপর সশস্ত্র ভাবে হামলা করেছে। তারা স্থানীয় ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে। চট্টগ্রাম নগরির আকবরশাহ থানা এলাকায় চক বাজার থানা এলাকায় একাধিক ভুমিদস্য সিন্ডিকেট এই সময়ে রাজনৈতিক সন্ত্রাসের মাধ্যমে শান্তিকামী জনগনের বৈধ জমি দখল করার মতো কার্যক্রম চালাচ্ছে।
বিগত সরকারের সময়ে যেই সব গোষ্ঠি সন্ত্রাসের মাধ্যমে আদিপত্য বিস্তার করতে পারেনি সেইসকল সিন্ডিকেট এখন জোর আর জবরদখল করছে নিরীহ জনগনের সম্পদ। সারা বাংলাদেশে এই ধরণের আইন শৃঙ্খলা বিরোধি জঘন্য তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ড বাতাসের গতিতে বৃদ্ধি পাচ্ছে। বিগত এক মাসে চট্টগ্রাম শহরের অলি গলি বাসাবাড়িতে নিত্যদিন চুরি ও কিশোর অপরাধ সংগঠিত হচ্ছে।
অভিযোগ শুনতে পাচ্ছি এই সব আইনশৃঙ্খলা বিরোধী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে থানা প্রশাসনের সাহায্য চাইলেও ভুক্ত ভোগিরা তা পাচ্ছেনা। চট্টগ্রাম নগরির যানজটের পরিস্থিতি ভয়াবহ । ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও কোনো নিস্তার পাচ্ছে না জনগন । বিভিন্ন ধরণের প্রাইভেট ও গণপরিবহনে পুরো শহর যানজটের নগরে পরিণত। ট্রাফিক ব্যবস্থা , বিআরটিএর ভূমিকা নিয়ে জনগনের ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে। ফিটনেস বিহীন অহঃরহ গণ পরিবহনে শহর সয়লাব। অস্বস্থিতে জনগন । রাষ্ট্রিয় ভবিষ্যৎ কী কর্মসূচি জনমনে সন্ধিহান। রাজনীতির মাঠে সন্দেহ, অবিশ্বাস দানা বাঁধছে। এই সরকার আসলে কত দিনের মধ্যে জাতীয় নির্বাচন দিবে সেটিও এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কাদেরকে নিয়ে  সরকারের বডি হবে সেটিও জনগন ঠিকভাবে বুঝে নিতে পারছেনা। এই সরকারের কতিপয় উপদেষ্টাদের নিয়েও জনগনের ভিন্ন মত আছে। রাজনৈতিক নেতাদের সাথে বুঝাপড়া না করে সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য নিয়োগ উচিত কী উচিত না সেখানেও অনেক কথা। আসলে বাংলাদেশ কোন দিকে হাঁটছে আমরা এখনো বুঝতে পারছিনা। বাংলাদেশ কী উন্নয়ন অগ্রগতি শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে। নাকি জাতিকে আবার অনেক পিছনে নিয়ে যাচ্ছে। এই সব নানা জটিল কঠিন প্রশ্নের মধ্যে জনগনের হাজার প্রকারের জিজ্ঞাসা তৈরি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো জনগন শান্তি আর স্বস্তি চায়। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করুন। জনগনের জীবন জীবিকার নিরাপত্তা প্রদান করুন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla