1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
 হাটহাজারীর ফটিকা মৌজার জায়গা বে-আইনীভাবে অবৈধ জবর দখলকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন

 হাটহাজারীর ফটিকা মৌজার জায়গা বে-আইনীভাবে অবৈধ জবর দখলকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলন অসহায় পরিবার সাংবাদিকদের যা জানালেন

আপনাদের অবগতি ও যথাযত সংবাদ পরিবেশনের জন্য জানাচ্ছি যে, মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা- মরহুম শাহ আলম
চৌধুরী, গ্রাম+ ডাক- রহিমপুর, জান আলী চৌধুরী বাড়ি, ওয়ার্ড নং-০২, ০৮নং মেখল ইউনিয়ন পরিষদ, উপজেল+থানাহাটহাজারী, জেলা- চট্টগ্রাম এর ৬টি পরিবার কতিপয় সন্ত্রাসী ও ভূমি দস্যুদের কবলে পড়ে বর্তমান তত্বাবধায়ক সরকাররের আমলেও পতিত স্বৈরাচারীর সরকারের দোসরেরা এখনো দাপটের সহিত চাঁদাবাজী, জোর পূর্বক অন্যায়ভাবে অবৈধভাবে পরের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা হাটহাজারী থানার সহযোগীতা কামনা করলেও তৎকালীন দায়িত্বরত পুলিশ প্রশাসন রাজনৈতিক বিবেচনায় আমাদেরকে কোন প্রকার সহযোগীতা করেনি। ফলে সন্ত্রাসী ভূমি দস্যুরা আরো বেপরোয়া ও ক্ষমতাশীল হয়ে আমাদের মৌলিক অধিকার হরন করে ও আমাদের উপর চড়াও হয়।
উক্ত বিষয়ে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার ছিল। আমি ও আমার ভাই বোনদের ৬টি পরিবারের যৌথ সম্পত্তি প্রসাশনের অবহেলায় হারাতে বসেছি। আজ অত্যন্ত দুঃখ ভারক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মূখে উপস্থিত হয়েছি। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার মাতা মরহুমা মনোয়ার খাঁন বিগত ২২/০৬/১৯৬৮ইং তারিখে ২৯৪৯ নং কবলা মূলে আমার চাচা নুরুল আলম চৌধুরী, পিং- ফোরক আহম্মদ চৌধুরী হতে রায় ডিগ্রি পাওয়ার পর বিগত ০৭/০৯/১৯৮২ইং তারিখে ৩৯৮৫ নং কবলা মূলে সর্বমোট ৭গন্ডা ৩ কড়া ১ কন্ট বা ১৫ ২৩
শতক জমি ক্রয় পূর্বক সুনির্দ্দিষ্ট দাতা কর্তৃক দখল প্রাপ্ত হন।

উক্ত মতে ভোগ দখলে নিয়োজিত থাকাবস্থায় দাগের অন্যান্য অংশীদারগণ নানানভাবে সীমানা সংক্রান্ত জটিলতার সৃষ্টি করলে উক্তরূপ জটিলতা নিরসনের লক্ষ্যে আমার মাতা বাদী হয়ে তৎ মামলা নং-২৮/১৯৭৫ ইং বিভাগ বিজ্ঞ ৩য় জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলা বিগত ১০/১১/১৯৭৬ইং তারিখে প্রাথমিক ডিক্রি এবং স্কেস ম্যাপ ও এডভোকেট কমিশনরের প্রতিবেদনের উপর ২৭/০১/১৯৮১ইং তারিখে চুড়ান্ত ডিক্রি প্রচারিত হয়। উক্ত মামলায় বিবাদী খলিলুর রহমান গং, পিং- শরফত আলী প্রতিদ্ব›িদ্বতা করেন এবং মিছ মামলা নং-৪/১৯৭৭ আপীল দায়ের পরবর্তী ১১৩/১৯৮১ইং আপীল মামলাটিও খারিজ হয়। এমতাবস্থায় আমরা সকল ভাইগণ মাতা মনোয়ারা খাঁনের ওয়ারিশ হিসাবে ০২/২০১২ইং জারী মামলা মূলে বিজ্ঞ আদালতের আদেশের অনুবলে সুষ্ঠ জারী কার্যক্রম পরিচালনা পূর্বক মাননীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিজ্ঞ জেলা জজ আদালতের নাজিরসহ পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত থেকে ২৯/০৫/২০২৩ইং সোমবার খুঁটিরসহিত লাল পতাকা স্থাপনে ঢোল বাদ্য বাজিয়ে ডিক্রিদার মনোয়ারা খাঁনের ওয়ারিশ অর্থাৎ সাইফুল ইসলাম গংকে দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে কতেক সন্ত্রাসী ভূমি দস্যুদের সহযোগীতায় আতাউল হক গং নামীয় ব্যক্তিগন তাদের প্রাপ্য অংশের চাইতে বেশি সম্পত্তি নানানভাবে ভূয়া হেবা দলিল সৃজন করে অন্যত্র বিক্রি করে এবং আমাদের ডিক্রি প্রাপ্ত চৌহর্দ্দী করা সম্পত্তির উপর তাদের কু নজর পড়ে এবং আমাদের ডিক্রি প্রাপ্ত সম্পত্তি সন্ত্রাসী ভূমি দস্যুদের দ্বারা জবর দখল করে আমাদেরকে জোর পূর্বক উচ্ছেদ করে। তারা আদালতের রায় ডিক্রিকে অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা জোর পূর্বক আমার মায়ের খরিদা সম্পত্তি দখল করার অবৈধ কর্মকান্ড চালাচ্ছে, মূলত ভূয়া জাল দলিল ও জাল খতিয়ান সৃজন করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমারা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের নিকট হতে সহযোগীতা কামনা করে বলতে চাই আমরা যেকোন মূল্যে আমাদের সম্পত্তি ভূমি দস্যুদের থেকে রক্ষা করবো, ইনশাল্লাহ। উক্ত সন্ত্রাসীদের ভয়ে আমরা আতংকে দিন অতিবাহিত করছি। বিগত ২০/০১/২০২৪ইং তারিখে সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় ১। মোঃ আবদুল্লাহ আল মামুন (৪৭), পিতা- আবদুল খালেক, সাং- ফটিকা ০৬নং ওয়ার্ড, ২। কামরুল ইসলাম ইকবাল (৪৬), পিতা- মরহুম হাজী ফরিদ আহমদ, সাং- বুদা হাজীর বাড়ি, দক্ষিণ গুমান মর্দ্দন, ৮নং ওয়ার্ড, ৩। জসিম উদ্দিন চৌধুরী (৫৮), পিতা- মরহুম ওমদা মিয়া চৌধুরী, কালামিয়া চৌধুরী বাড়ি, দক্ষিণ মীরেরখীল, ০৪নং ওয়ার্ড, ৪। সৈয়দ আতাউল হক (৩৮) গং, পিতা- মরহুম সৈয়দ আহম্মদ হোসেন, ফকির বাড়ি, পশ্চিম দেওয়ান নগর, ১নং ওয়ার্ড, ৫। কাশেম কন্ট্রাক্টার, পিতা- অজ্ঞাত, ঠিকানা- ছিপাতলী, কাজীরখীল, ৬। মোঃ সবুর, পিতা- অজ্ঞাত, ঠিকানা- বুধা হাজীর বাড়ি, দক্ষিণ গুমান মর্দ্দন, সর্ব থানা- হাটহাজারী, চট্টগ্রাম তৎকালীন সরকারের মদদপুষ্ট হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে আমাদের সম্পত্তির উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে এবং বিভিন্ন স্থানে “আল হায়াত শপিং সেন্টার”, নামক ব্যানার ফেস্টুন লাগিয়ে স্থাপনাটির বিজ্ঞাপন চালিয়ে বিভিন্নজনের নিকট থেকে অগ্রীম টাকা নিয়ে ফ্লোর, দোকান বিক্রির পাঁতারা চালিয়ে গেলে আমরা ডিক্রিদারগণ ক্রেতাদেরকে ভূয়া দলিলের বিষয়টি অবহিত করি এবং উক্ত স্থাপনাটির নির্মাণ কাজে বাঁধা দেই ফলে তারা আমাদেরকে প্রাণ নাশের হুমকী ধমকী প্রদর্শন করে এবং আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, গুম করে ফেলবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। তৎ বিষয়ে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। এমতাবস্থায় আমরা বর্তমান তত্বাবধায়ক সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং সার্বিক সহযোগীতা কামনা করছি।
আশাকরি আপনার যথাযত প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটন পূর্বক সকলকে জানার সুযোগ করে দিবেন। উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে মূল্যবান সময় ব্যয় করে আমার লিখিত বক্তব্য প্রচার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
তপশীল
মৌজা- ফটিকা, থানা/উপজেলা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, আর,এস, খতিয়ান নং-১৫২, আর,এস, দাগ নং-১৪১৮৭,
বি,এস জরিপের ১৬৬০নং খতিয়ানের বি.এস দাগ নং-১৩৫৯৩ এর ৩ শতক, ১৩৫৯৪ এর ৯ শতক, ১৩৫৯৫ এর ৩২৩
শতক (জলে পাড়ে ভূমিতে আমাদের অংশ)।
চৌহর্দ্দী: উত্তরে- সৈয়দ মিয়ার পাকা বাড়ী, দক্ষিণে- বি.এস-১৩৫৯১/১৩৫৯২ দাগের পুকুর ভূমি, পূর্বে- বি.এস-১৩৫৮৫
দাগের হাটহাজারী উপজেলা মার্কেট, পশ্চিমে- বি.এস ১৩৫৯৫ দাগের পুকুর।
নিবেদক মোহাম্মদ সাইফুল ইসলাম
পিতা- মরহুম শাহ আলম চৌধুরী
মাতা- মরহুমা মনোয়ারা খাঁন
গ্রাম+ ডাকঘর- রহিমপুর, জান আলী চৌধুরী বাড়ি
২নং ওয়ার্ড, ৮নং মেখল ইউনিয়ন, উপজেলা- হাটহাজারী
জেলা- চট্টগ্রাম।
মোবাইল নং-০১৮৬৮-৩৮২৮৪৯

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla