নিজস্ব প্রতিনিধি
কালাবিবি দীঘির মোড়ে ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় বর্ণাঢ্য আয়োজন ও ঐতিহ্যবাহী মেজবানের মধ্যে দিয়ে পার্ক ২৪ কনভেনশন হল এর শুভ উদ্বোধন করা হয়।
এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়েশা জাফর ফাউন্ডেশন এর প্রধান পৃষ্টপোষক চেয়ারম্যান আয়েশা জাফর।
আরো উপস্থিত ছিলেন আশরাফ সিকদার মিন্টু,সাকিলা ইয়াসমিন, সাইফুদ্দিন সিকদার, আরিফ মহিউদ্দিন সিকদার, তামিম সিকদার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সুধীজন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ ছাড়াও আনোয়ারার বিভিন্ন গণ্যমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পার্ক ২৪ কনভেনশন হল এর স্বত্ত্বাধিকারী আরিফ মহিউদ্দিন বলেন – বিয়ে, বৌভাত, আকিকা, কর্পোরেট ইভেন্টস, পার্টি, জন্মদিন, মিটিং, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল, মেজবানসহ যেকোন অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে।
এই কনভেনশন হলে কমপক্ষে নয়শত লোকের খাবার একসাথে পরিবেশন করা যাবে। পাশাপাশি পার্কিং সুবিধা সহ এখানকার সেবা হবে অনন্য।
কনভেনশন হলটি সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে।