সাংবাদিক “মাহতাব উদ্দিন চৌধুরী” জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মাহতাব উদ্দিন চৌধুরী ছাত্রাবস্থায় থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯৮ সাল থেকে সাংবাদিকতা পেশায় আছেন। তার গ্রামের বাড়ি রাউজানের মোবারক খিল গ্রামে । মাহতাব উদ্দিন চৌধুরীর বড় ভাই মরহুম নাজিম উদ্দিন চৌধুরী রাউজান থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেজ ভাই অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বর্তমানে রাউজান থানা বিএনপির আহবায়ক, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।