১লা অক্টোবর বিকাল ৩টায় হাতি উচ্ছেদের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার কয়েকটি গ্রামের লোকজন এতে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও মাইকিং করে কেইপিজেড গেইট টু ফাজিলখাঁর হাট পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে বিক্ষোভ সভায় স্থানীয় জনগণ তাদের দাবীর ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন ।এই সময় তারা স্থায়ীভাবে বন্য হাতি অন্য জেলায় সরিয়ে নেবার দাবী জানান।
কে. এম আবদুল্লাহ জনি , মোহাম্মদ দেলোয়ারসহ কয়েকজন এলাকাবাসী বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন।
জানা গেছে, গুয়াপঞ্চক, বৈরাগ, মোহাম্মদপুর, উত্তর ও দক্ষিন বন্দর, বটতলী, শাহমীরপুর, দৌলতপুর এলাকার লোকজন এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
আমাদের অনুসন্ধানে দেখা গেছে , ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১১জন মানুষ বন্য হাতির আক্রমণে মারা যায়। তন্মধ্যে বটতলীর ইউনিয়নের সোলায়মান সর্দার (৭৫), বদরুদ্দিন (২৯), তৈলারদ্বীপ এলাকার আবু তালেব (৬৮), ছাপাতলীর আজিজ ফকির(৭০), হাজিগাঁও গ্রামের ছাবের আহমদ রেনু (৭৮), গুয়াপঞ্চক গ্রামের দেবী রাণী (৪৫) ও আবুল কাশেম দুলাল (৬০), বৈরাগ ইউনিয়নের আখতার হোসেন চৌধুরী (৫০), মোহাম্মদপুর গ্রামের আবদুর রহমান (৭০), জনৈক বৈরাগ ইউনিয়নের অজ্ঞাত ভারসাম্যহীন ব্যাক্তি ও রেহেনা আকতার (৩২ )।