1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
বেতন ও ভর্তি ফি কমানোর দাবিতে হাজেরা তজু কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

বেতন ও ভর্তি ফি কমানোর দাবিতে হাজেরা তজু কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

মাসিক বেতন ও ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা কলেজের দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পদত্যাগের দাবিও জানান।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে  বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এর আগে গতকাল সোমবার  বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চান্দগাঁওয়ের কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা কলেজের ভেতরে অবস্থান করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এতে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, বেতন কমানোর দাবিতে তারা বিক্ষোভ করছেন। যৌক্তিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে  কলেজের ইউনিফর্ম পরিবর্তন, আইডি কার্ড পরিবর্তন, শ্রেণি কার্যক্রম সকাল নয়টা থেকে শুরু করা এবং বেতন ও ভর্তি ফি কমানোর মতো চারটি দাবি করা হলে এর মধ্যে  তিনটি দাবি মানা হলেও বেতন ও ভর্তি ফি কমানো হয়নি। ফলে তারা বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন।

কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘তিনটি দাবি মানা হলেও বেতন ও ভর্তি ফি কমানো হয়নি। প্রিন্সিপাল স্যার বলছেন, পরিচালনা কমিটি না থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এর আগে গত একমাস সময় চেয়েছিলেন স্যারেরা। কিন্তু একমাসেও কোনো সিদ্ধান্ত না দেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। এখন এইচএসসি শাখায় মাসিক বেতন ১২৫০ টাকা এবং ডিগ্রিতে ৮০০ টাকার পরিবর্তে সবার মাসিক বেতন ৫০০ করার দাবি শিক্ষার্থীদের ।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla