1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
ডিএফপিতে সম্পাদক-প্রকাশকদের সাথে মতবিনিময় করবেন তথ্য উপদেষ্টা - পূর্ব বাংলা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খসড়া তালিকা প্রকাশ: গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৮, আহত ১১৫৫১ ভূমি সেবা পেতে ভোগান্তি শাহাবুদ্দিন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত চট্টগ্রামে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা সম্পন্ন তবলীগ জামাতের খুন সংঘাত অগ্নিসংযোগে আল্লামা ইমাম হায়াতের নিন্দা গ্রহণযোগ্য নির্বাচনের অনুপস্থিতি: ইতিহাসের শিক্ষা ও বাংলাদেশের ভবিষ্যৎ চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মহান বিজয় দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে শ্রদ্ধা জানালেন এবার মহান বিজয় দিবসে জনসাধারণের জন্য ৭টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ড্রাইভার জাকির হোসেনের হাতে আলাদিনের চেরাগ !

ডিএফপিতে সম্পাদক-প্রকাশকদের সাথে মতবিনিময় করবেন তথ্য উপদেষ্টা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর নিবন্ধন শাখা এবং বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখা সংবাদপত্রের মিডিয়া তালিকাভূক্তি ও হালনাগাদকরণ, নামের ছাড়পত্র প্রদান, নিয়মিত প্রকাশনা মনিটরিং, পরিদর্শন ও নিরীক্ষা করে প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের মূল্যহার নির্ধারণ, ক্রোড়পত্র ও বিজ্ঞাপন বিতরণ এবং বিল পরিশোধ, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্রের স্বার্থ সংশ্লিষ্ট মামলা পরিচালনা ও আইনগত মতামত প্রদান করে থাকে।

জাতীয়ভাবে পরিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান এবং এক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর ভূমিকা আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে  ২৩ সেপ্টেম্বর, বিকেল ৩টায় ডিএফপি’র তথ্য ভবন সম্মেলন কক্ষে (কক্ষ নং-২১১) সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক সভায় সভাপতিত্ব করবেন।

গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছে ডিএফপি।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla