চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৩ উপ–কমিশনার (ডিসি) ও দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। অপরদিকে জেলার ৬টি থানায় দেয়া হয়েছে নতুন ওসি। গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা দু’টি পৃথক অফিস আদেশে এসব রদবদল করা হয়। সিএমপির অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি–মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, সিএমপি উপ–পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সালাম কবিরকে উপ–পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), উপ–পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে উপ–পুলিশ কমিশনার (পশ্চিম), উপ–পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মোখলেছুর রহমানকে উপ–পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ–পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) নিষ্কৃতি চাকমাকে উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ তারেক আহম্মেদকে উপ–পুলিশ কমিশনার (সরবরাহ), উপ–পুলিশ কমিশনার (সরবরাহ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে উপ–পুলিশ কমিশনার (উত্তর), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনকে উপ–পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–বন্দর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে উপ–পুলিশ কমিশনার (ডিবি–উত্তর), উপ–পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মাহবুব আলম খানকে উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ), উপ–পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ানকে উপ–পুলিশ কমিশনার (পিওএম) ও উপ–পুলিশ কমিশনার (ডিবি–উত্তর) কবীর আহম্মেদকে উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–বন্দর). সিটিএসবির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে উপ–পুলিশ কমিশনার (সিটি) এবং উপ পুলিশ কমিশনার (সিটি) মোহাম্মদ রইছ উদ্দিনকে উপ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) পদে পদায়ন করা হয়েছে।
অপর এক আদেশে বাকলিয়া থানার ওসি আফতাব হোসেনকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে। তার পদে আনা হয়েছে পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে। বন্দর থানার ওসি হিসেবে পরিদর্শক কাজী মুহাম্মদ সুলতান আহসানকে পদায়ন করা হয়েছে। এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক আদেশে সিএমপির ১৩ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করা হয়।
অপরদিকে চট্টগ্রাম জেলার ৬টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়। আদেশে জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখার পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদকে ফটিকছড়ি থানার ওসি, জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. নজরুল ইসলামকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. কামরুজ্জামানকে রাঙ্গুনিয়া থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুরকে পটিয়া থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সাইফুল ইসলামকে বাঁশখালী থানার ওসি এবং চট্টগ্রাম রেঞ্জের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানকে সন্দ্বীপ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।