পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গত ৩১ আগস্ট বিকালে ৪ টায় চাকতাই খাতুনগঞ্জ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পণ্যবাহী গাড়ি থেকে নামে বেনামে প্রায় চাঁদা দাবি করা হয়। এতে রাস্তায় কৃত্রিম যানজট সৃষ্টি হয়। বক্তারা অবিলম্বে চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা পণ্য পরিবহন সরবরাহ চেইন ঠিক রাখতে চাঁদাবাজ, যানজটমুক্ত চাক্তাই গড়ে তুলতে সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, কামাল উদ্দিন, নুরুল হক ড্রাইভার প্রমুখ।