চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন সিআইডিতে কর্মরত ডিআইজি হাসিব আজিজ।
হাসিব আজিজ শরীয়তপুর জেলার সফিপুর থানায় ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে ১৯৯৫ সালের ১৫ নkভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। হাসিব আজিজ ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসিব আজিজের বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন। এছাড়া ২০০৬ সালে ড. ইয়াজ উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল হক।