সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপি সভাপতি জাফর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুমের নেতৃত্বে প্রায় ৪৫ জন নেতাকর্মী নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ৮ বছর পর কারাগার থেকে মুক্ত হয়ে সীতাকুণ্ড জন সাধারণের মধ্যে ফিরে এসেছে। লায়ন আসলাম চৌধুরী কে ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৪টা ফুলের শুভেচ্ছা জানাতে বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ৮ নং মিনি বাস যোগে ফুলের শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে বড় কুমিরা কিং অব কুমিরা কনভেনশন এর সামনে চাকা ব্লাস্ট হয়ে মিনি বাসটি উল্টে যায়। এই সময়ে ২৮ জন বিএনপির নেতা কর্মীদের কে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয় বাকি ১৭ জন বিএনপির নেতা কর্মীদের কে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম।
দূর্ঘটনার খবর পেয়ে আহত নেতা কর্মীদের দেখতে ছুটে যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, কাজী মহিউদ্দিন, সাবেক সীতাকুণ্ড উপজেলার বিএনপির আহ্বায়ক জহরুল আলম জহুর, মোরসালিন,আলী আকবর, সারোয়ার, ইদ্রিস মিয়া মনি, শাহাবুদ্দিন,সামশুদোহা, ইসমাইল, হিরো, পৌরসভার নেতৃবৃন্দ প্রমূখ দেখতে যান।