কে হচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব ? যেকোনো সময়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে একাধিক সূত্রে ঢাকা টাইমস নিশ্চিত হয়েছে। জ্যেষ্ঠতার নিরিখে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এগিয়ে থাকলেও, বিগত সরকারের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ হুবুহু মিল আছে। আর সেই বিবেচনায় এই দুই সিনিয়র সচিবকে বাধ্যতামূলক ওএসডি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে। এই উভয় কর্মকর্তাই বিসিএস (প্রশাসন) দশম ব্যাচের সদস্য।
সরকারের একাধিক সূত্রে ঢাকা টাইমস নিশ্চিত হয়েছে, সৎ, যোগ্য, মেধাবী ও নিরপেক্ষ বিবেচনায় বিসিএস (প্রশাসন) দশম ব্যাচের কর্মকর্তা মোকাব্বির হোসেনই হতে চলেছেন পরবর্তী মুখ্যসচিব। একপ্রকার সাদামাটা জীবনযাপনের জন্য জনপ্রশাসনে মোকাব্বির হোসেনের প্রশংসা রয়েছে। সিনিয়র সচিব পদমর্যাদার হওয়া সত্ত্বেও বিগত সরকার জনপ্রশাসনের এই মেধাবী কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়ে রেখেছেন।
মোকাব্বির হোসেন বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান। ২০২৩ সালের নভেম্বরে এই পদে যোগদানের আগে তিনি সচিব পদমর্যাদায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ভূমি আপীল বোর্ডে যোগদানের পূর্বে মোকাব্বির রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) দশম ব্যাচে যোগদান করা মোকাব্বির হোসেন ১৯৬৭ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। চাকরিজীবনে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারতে বিভিন্ন সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
সম্ভাব্য মুখ্যসচিব হিসেবে বিসিএস (প্রশাসন) এগারোতম ব্যাচের কর্মকর্তা মশিউর রহমানের নামও আলোচনায় আছে। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সিনিয়র সচিব। তবে তাকে নিয়ে কিছু প্রশ্নও আছে।
এছাড়াও সম্ভাব্য মুখ্যসচিব হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মো. মনজুর হোসেনের নামও আলোচনায় রয়েছে। তিনি বর্তমানে সেতু বিভাগের সিনিয়র সচিব। ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি এই পদে যোগদান করেন।
চাকরিজীবনে মঞ্জুর হোসেন সরকারের বিভিন্ন পদে ও আন্তর্জাতিক সংস্থায় ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। সুত্র ঢাকা টাইমস