মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডে নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে সোলতান (৩) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।২৮ জুন শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সকালে শাহাবউদ্দিন মাছ ব্যবসায়ী ,তার দুই ছেলেকে নিয়ে কুমিরা বাজারে মাছ বিক্রি করছিলেন। এসময় হঠাৎ তার তিন বছর বয়সী ছেলে সোলতান উধাও হয়ে যায়। এরপর থেকে শাহাবুদ্দিন বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন।
২৮ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে ছোট কুমিরা এলাকায় শওকত চৌধুরীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিকাল তিনটার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।নিহত শিশু সোলতানের পিতা শাহবউদ্দিন জানান।শাহাবউদ্দিনের বাড়ি কুমিল্লার হোমনা থানায়।
সে দীর্ঘদিন ধরে ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।