২১ জুন নগরীর উত্তর পতেঙ্গাস্থ যৌথ আবাসিক কলোনি এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ উদযাপনে দরবারে এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ৪৪বারের মতো মিলাদ মাহফিল,খতমে কোরআন পাঠ, বিশেষ দোয়া মোনাজাত এবং ফাতেহার তবারুক বিতরণ অনুষ্ঠান।
বাংলা ৬আষাঢ়,২০ শেষ জুন দিন ব্যাপী আয়োজিত বার্ষিক ওরশ উদযাপনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ড্রাইডকের সাবেক এমডি মোঃ শাহজাহান। এন্তাজামিয়া কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শেখ মোঃ শফিউল আলম শফির সমন্বয়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ হেলাল উদ্দিন, সংগঠক মোঃ হামিদুল হক, মোঃ রাসেদ মিয়া, মোঃ আবু তাহের, মোঃ আলতাফ হোসেন, মোঃ সেলিম উদ্দিন, মঈনুদ্দীন সওদাগর, মোঃ সালাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ জলিল, মোঃ নিলু, মোঃ নাফিজ, মোঃ জামিল ও মোঃ বেলাল হোসেন প্রমুখ।
ওরশ শরীফ উদযাপনে মাওঃ মোঃ মাহাবুবুর রহমান, মোঃ আহসান উল্লাহ ও সাইফুল ইসলাম সাহেব পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন। পরিশেষে এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ৪৪বারের মতো ওরশে তবারুক বিতরণ করা হয়েছে।