সংবাদ প্রকাশের পর অভিযোগকারী এস এ লোকমানকে হোয়াটস আপে হুমকি
পূর্ব বাংলা ডেস্ক
-
প্রকাশিত সময়ঃ
শনিবার, ২২ জুন, ২০২৪
-
৭৯
বার পড়া হয়েছে
‘দুই বোনের অংশ নিজ ভাইয়ে জাল কবলা বানিয়ে আত্মসাতের অভিযোগ’ শীর্ষক শিরোনামে ৯জুন চট্টগ্রামের জনপ্রিয় সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হবার পর অভিযোগকারী এস এ লোকমানের ০১৯৮৫০৪৩১২৪ নাম্বারে বিদেশ থেকে হুমকি দেয়া হয়।হুমকি দাতা মুহাম্মদ মামুন বর্তমানে সৌদি আরবে পলাতক রয়েছেন। হুমকিদাতা ও তার পিতা তাজুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় নাঙ্গলকোট থানায় একাধিক জাল কবলার মামলা রয়েছে বলে জানা যায়। ।
সুত্রমতে, নাঙ্গলকোট কুমিল্লার পাইকোট চৌগড়া গ্রামের মোসাম্মদ মমেনা খাতুন এবং মোসাম্মদ ফতেমা বেগম পিতা: মৃত সেকান্দর আলীর কাছে পাওয়া প্রায় ত্রিশ শতক জায়গা নিজ ছোট ভাই তাজুল ইসলাম জাল কবলা বানিয়ে আত্মসাৎ করে।
কবলা সূত্রে জানা যায় স্ট্যাম্প খরিদ করেন ২৮/৯/২০২০ইং কিন্তু রেজি: সম্পাদনের তারিখ দেখানো হয় ২৬/৬/২০২০ তারিখ। স্ট্র্যাম্প খরিদ এর তিন মাস আগে রেজিস্টেশন দেখানো হয়। তা কেমন করে হয় এই প্রশ্ন এখন অনেকের। এই কবলায় দাতা, গ্রহীতা, স্বাক্ষী এবং সাবরেজিস্ট্রার এর স্বাক্ষর সবকিছু একই হাতে করা।
খবর নিয়ে জানা যায়: দাতা ও গ্রহীতা দুইজন অশিক্ষিত ও স্বাক্ষর দিতে জানে না কিন্তু কবলায় তাদের টিপ সই ছবি কিছুই নেই।
এ বিষয়ে দলিল লেখক মাহবুল আলম লাতু’র মোবাইল ফোনে জানতে চাইলে সে বলে- সব ঠিকঠাক আছে যদি পত্রিকা নিউজ করেন তবে কোটি টাকার মানহানি মামলায় আটকায়ে দেবো। এই সঙ্গে আমাদের প্রতিবেদকে ভয় ভীতি প্রদর্শন করে ফোন কেঁটে দেয় এবং এরপর বার বার ফোন করলেও রিসিভ না করায় তার আর কোন বক্তব্য নেওয়া যায়নি।
মোসাম্মদ মমেনা খাতুনের মেঝাে ছেলে সাংবাদিক এস এ লোকমান সহকারী কমিশনার (এসিল্যাণ্ড ) লাঙ্গলকোট ভুমি অফিস কুমিল্লা বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন।
More News Of This Category