মোঃ জাহাঙ্গীর আলম
সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ঘাট সমুদ্র উপকূলে ১৬ জুন রবিবার সকাল ১১টায় এক দূর্ঘটনা ঘটে।
রবিবার গঙ্গা পূজা দিতে গিয়ে খালে গোসল করতে নেমে সকাল ১১টায় দুই জলদাশ শিশু নিখোঁজ হন এবং দুপুর ১টার তাদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন ।
খবর পেয় কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই লাশ ২টি উদ্ধার হয় ।চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কুমিরা কালি বাড়ি অনিল সর্দার মেয়ে খুশি জলদাশ (১২) একই বাড়ির রানা জলদাশের মেয়ে কিশোরী জলদাশ ( ৯) পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়। মল্য জলদাশ সুজন জলদাশ ও কমল জলদাশ,রানা জলদাশ বিষয়টি জানান। ঘটনা স্হলের পাশাপাশি নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্ট গার্ড থাকলেও তাদের কোন ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে গ্রামের লোকজনের।