চট্টগ্রামের সীতকুণ্ডে ফজর সহ টানা এক চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে শতাধিক শিশু কিশোর পেলেন বাই সাইকেল, স্কুল ব্যাগ,জায়নামাজ ও টি-শার্টসহ বিভিন্ন ধরনের উপহার। সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১২জুন বুধবার মসজিদ প্রাঙ্গনে এ উপহার সামগ্রি দেয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, কোমলমতি শিশু-কিশোরদেরকে মসজিদ মুখি ও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতেই মূলত এ উদ্যোগ নেয়া হয়েছে। তাতে প্রায় শতাধিক কিশোর অংশ নেয়। এদের প্রত্যেককে বিভিন্ন ভাগে ভাগ করে বাই সাইকেল সহ নানান ধরনের উপহার সামগ্রি তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোঃ ওয়াহেদী। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলো, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার প্রভাষক ডাঃ নুরুল আমি ও নুরুল আনোয়ার, উপজেলা সমাজ কল্যান ফেডারেসন সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা একেএম সালাউদ্দিন, এ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু।