গোপন সংবাদের মাধ্যমে মোঃ মোঃ মনজুরুল আলম চৌধুরী ,স্টেশন কর্মকর্তা,ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল নামক এলাকা হতে বিপুল পরিমান সেগুন গোল কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান নং-ঢাকা মেট্টো ড-১৪-৫৩৬৪ আটক ও জব্দ করা হয়। ৯ জুন তারিখ আনু: ভোর ৭:৩০ ঘটিকার সময় অবৈধ সেগুন গোল কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।।
এ বিষয়ে,জনাব মোঃ মনজুরুল আলম চৌধুরী ,স্টেশন কর্মকর্তা,ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন তিনি বলেন আমরা আমাদের অফিসে সামনে কাভার্ডভ্যানটিকে সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুতগতিতে টানতে থাকে পড়ে কাভার্ডভ্যানটির পিছনে কার দিয়ে ধাওয়া করি, পড়ে কদমরসূল এলাকার গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পড়ে আমরা গাড়িটি নিয়ে আসি। কাভার্ডভ্যানটিতে সেগুন গোল কাঠ আছে যার আনুমানিক মূল্য প্রায় ৪ হইতে ৫ লক্ষ টাকা হতে পাড়ে।