প্রচার প্রকাশনার শেষ মুহূর্তে আনোয়ারা উপকূলীয় গহিরার একটি ভোট কেন্দ্র সরিয়ে নেওয়ায় ভোটারদের কষ্ট বাড়বে বলে অভিযোগ করেছেন এক উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
আজ মঙ্গলবার রাত ৯ টায় চাতরী নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক এই অভিযোগ করেন । প্রসঙ্গত নির্বাচনে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সমর্থন পাচ্ছেন মোজাম্মেল হক।সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, গহিরা উপকূলের একটি কেন্দ্র হঠাৎ করে দুই কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়েছে। বৈরী আবহাওয়াতে যোগাযোগ ব্যবস্থা খারাপ ও বেশি দূরত্বের কারণে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে আসতে অনেক বেশি কষ্ট হবে। তাছাড়া বিভিন্ন এলাকায় হুমকি ধমকি, কালো টাকা ছড়ানোর অভিযোগ করেন।তবে সাধারণ মানুষ দুর্বৃত্তায়নের বিপক্ষে বিপুল ভোটে তার আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।