সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে ছাগল চুরি করে পালানোর সময় চার নারী-পুরুষকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজ সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এলাকায় থেকে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মো. আবুল কামাল (২৮), মো. বাবুল (২২), রাঙ্গুনিয়া থানার বাসিন্দা সাখী (৩২) ও বিউটি (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, চোরাই দলের সদস্যরা মাঠ থেকে কৌশলে তিনটি ছাগল চুরি করে পালানোর সময় তা কৃষক দেখতে পেয়ে চিৎকারে করেন। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ভাটিয়ারী শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।