সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সন্ধীপ ঘাটগর রোড সংলগ্ন কে আর অক্সিজেন নামে একটি প্রতিষ্ঠান কুমিরা সমুদ্র উপকূল থেকে অবৈধ বালু উত্তোলন করে শত বছরের পুরনো কুমারী খাল ভরাট করে চলেছে সেকান্দার হোসাইন টিংকু মালিকানা দিন কে আর অক্সিজেন নামক প্রতিষ্ঠান। সেকান্দার হোসাইন বলেন দীর্ঘদিন যাবত সংরক্ষণ করছি। অক্সিজেন কারখানার প্রয়োজনে খালটি ভরাট করা হচ্ছে। চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আশরাফ উদ্দিন বলেন, খাল ভরাট করার কোন সুযোগ নেই। খাল ভরাট করা এক অপরাধ, সমুদ্র উপকূল থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন আর এক অপরাধ। বিষয়টি আগে জানতাম না, এখন শূনলাম, কে আর অক্সিজেন প্রতিষ্ঠানের মালিক বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এইদিকে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন বলেছেন, পূরাতন খাল ভরাট বিষয়টি অবগত নয়,। কুমিরা এলাকায় মেহেদী,রাজিব, টিংকু,জিকু,শাওখাত আলী, সালাউদ্দিন,বেশ কয়েকটি গ্রুপ মিলে অবৈধ বালু উত্তোলন বিষয়টি নিশ্চিত করেছি, অভিযান অব্যহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি রাত ১০টা থেকে ভোর ৫টা কুমারী খাল ভরাট করে চলেছে। অবৈধ বালু উত্তোলন বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কয়েক জন জড়িত থাকার অভিযোগ রয়েছে।