নিজস্ব প্রতিনিধি
আনোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তৌহিদুল হক চৌধুরী । সোমবার (১৩মে) সন্ধ্যা সাতটার দিকে কালা বিবির দিঘির মোড়ে তার ব্যাক্তিগত অফিসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৩ জন আমরা পদপ্রার্থী। সবাইকে আমি যোগ্য মনে করি।তবে, আমি জাতির বিবেক গণমাধ্যম কর্মীদের কাছে চাওয়া অবশ্যই আপনারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আশা করছি আপনাদের কাছে।সব সময় আপনাদের উপর ভরসা ছিল, থাকবে।
তিনি আরো বলেন,আসন্ন নির্বাচনে একজন এমপি সমর্থিত ,আরেকজন মন্ত্রী সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত ।ইনশাআল্লাহ ১ম ধাপের সুষ্ঠু নির্বাচন দেখে আমি শতভাগ আস্থা রাখছি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি বিপুল ভোটে জয়লাভ করবো।
এসময় আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম, ঢাকা অবস্থানরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।