রানা সাত্তার
চট্টগ্রামে র্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
২০এপ্রিল শনিবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার এ-ব্লক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. শফি (৫৮), মো. আবুল কালাম আজাদ (৫৪), মো. রাশেদ (৩২) এবং মো. শাকিল (২৮)।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
র্যাব -৭ সুত্র জানায়, নগরীর পাহাড়তলী এলাকায় মো. শফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে পাহাড়তলী থানার এ-ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন বাস, টেম্পু ও সিএনজি অটোরিকশা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করতেন। র্যাবের নাম ভাঙিয়ে তারা চাঁদা দাবি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মূলহোতা শফিসহ চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সত্যতা মিলে।দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হয়েছে।