রানা সাত্তার, চট্টগ্রাম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-এর নির্দেশনায় সারা বাংলাদেশে চলছে সড়কের অনিয়ম ও অবৈধ বন্ধে সাড়াশি অভিযান।
প্রতিদিনের ন্যায় অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের তত্বাবধানে পরিচালক (ইঞ্জিনিয়ারিং)এর সার্বিক দিক-নির্দেশনায় ২টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়
অভিযান ১ঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পটিয়া ক্রসিং’র অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমান আদালত নং-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না, উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ ফাহাদ শিকদার । সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ চট্টগ্রাম ও হাইওয়ে পুলিশ ।এই অভিযান মোট মামলা হয় ১০টি জরিমানা আদায় হয় ১৬হাজার টাকা।যার মধ্য রয়েছে -লাইসেন্স বিহীন -৪টি জরিমানা ৮হাজার টাকা,ফিটনেস বিহীন ৪টি
জরিমানা ৬হাজার টাকা,অন্যান্য মামলা ২টি জরিমানা ২হাজার টাকা।সেই সাথে ডাম্পিং ৬টি যারমধ্যে রয়েছে টি মাইক্রোবাস, ১টি টেম্পু ও ৪টি অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিক্সা।
অভিযান ২ঃ চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়ক রাউজান অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আলাউদ্দিন, সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ চট্টগ্রাম ও হাইওয়ে পুলিশ ।এই অভিযানে মোট মামলা হয় ৭ টি, জরিমানা ৬হাজার ৭শ টাকা,যারমধ্যে রয়েছে লাইসেন্স বিহীন ২টি,জরিমানা ২হাজার টাকা,ফিটনেস বিহীন ২টি জরিমানা ২হাজার ৫শত টাকা, অন্যান্য মামলা ৩টি জরিমানা ২হাজার ২শত টাকা, ডাম্পিং হয় অনিবন্ধিত ২টি সিএনজি চালিত অটোরিকশা।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগের তত্বাবধানে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জানান,এইভাবে জেলা,উপজেলায় মহাসড়কের অবৈধ গাড়ির অরাজকতার বিরুদ্ধে বিআরটি’র অভিযান অব্যাহত থাকবে।