ইরানে ইসরাইল যে পাল্টা হামলা চালিয়েছে; তাতে সন্তুষ্ট নন দেশটির উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। এতে তিনি শুধু ‘দুর্বল’ এই শব্দটি ব্যবহার করেছেন।
টাইমস অব ইসরাইল বলছে, এর মাধ্যমে মূলত বুঝিয়েছেন ইরানে দুর্বল হামলা চালিয়েছে ইসরাইল। তবে বেন গিভিরের এমন পোস্টের পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরাইলের রাজনীতিবিদরা। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এক্সে এক পোস্টে বলেছেন, বেন গিভির ইসরাইলকে যুক্তরাষ্ট্র এবং ইরানের কাছে একটি হাস্যরসে পরিণত করেছেন।
ইয়ার লাপিদ এক্সে লিখেছেন, ‘এর আগে ইসরাইলের নিরাপত্তা, ভাবমূর্তি এবং আন্তর্জাতিক অবস্থানের এত বড় ক্ষতি কোনো মন্ত্রী করেননি। এটি ক্ষমার অযোগ্য এক শব্দের এক টুইট। বেন গিভির তেহরান থেকে ওয়াশিংটন সব জায়গায় ইসরাইলকে হাস্যরসে পরিণত করেছেন।’
১৩ এপ্রিল ইরান হামলা চালানোর পর দেশটির ওপর শক্তিশালী হামলা চালানোর দাবি করে আসছিলেন বেন গিভির। টাইমস অব ইসরাইল জানিয়েছে, বেন গিভিরের এমন মন্তব্যে চটেছেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। তারা বলেছেন, বেন গিভিরের আচরণ শিশুদের মতো ছিল এবং এখনও আছে। এ ছাড়া কয়েকজন তাকে অপ্রাসঙ্গিক হিসেবেও অভিহিত করেছেন।
এদিকে ইরান জানিয়েছে, ইসফাহানে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এগুলো সরাসরি ইসরাইল থেকে আসেনি। এর বদলে ইরানে অনুপ্রবেশের মাধ্যমে এসব ড্রোন ইসফাহানে পাঠানো হয়েছে।