মানবিক কর্মযজ্ঞ সম্পাদন, আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজসেবায় অনুপম দৃষ্টান্ত স্থাপন করায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও ফলমন্ডিস্থ মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’র প্রোপ্রাইটর মুহাম্মদ ইয়াছিন সওদাগর-কে সংবর্ধিত করা হয়েছে। নগরীর স্টেশন রোডস্থ হযরত গাজী সৈয়দ ভঙ্গী শাহ্ (রহ.) মাজার শরীফ প্রাঙ্গনে মুহাম্মদ ইয়াছিন সওদাগর-কে সম্মাননা স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরী এম.জে.এফ।
ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশন’র উদ্যোগে মেসার্স আহমদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় দরগাহ-মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খাদেম মাওলানা আবু মুছা কাদেরী, সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন আল বারী, মাওলানা জানে আলম আল কাদেরী, মাওলানা শেখ আহম্মদ মজিদি, মাওলানা আমজাদ হোসেন নুরী প্রমুখ।