সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার পৌরসভার উত্তর বাজার বাইপাস সড়ক সারেংপাড়া আহম্মদ ডাক্তার সড়কের পূর্বে পাশে ব্রীজের উপর হতে বৃহসপ্রতিবার রাত ১২টার সময় ৫টি গরু, একটি পিকাপ ,একিট অগ্নি অস্ত্র ও ২ রাউন্ড গুলি ৩ জন গরুচোর কে আটক করে। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে মামলা নাম্বার ২৫ ,২৬,২৭ তারিখ ১৮/৪/২০২৪ ।
গ্রেফতার কৃত গরু চোর ১ মোঃ মুবিন উদ্দীন (৩২)পিতা মোঃ আমির হোসেন মাতা মনোয়ারা বেগম সাং লক্ষ্যারচর .আমান পাড়া, ১নং ওয়ার্ড চকরিয়া,কক্সবাজাার ২ মোঃ সোহেল(২৪)পিতা নবাব মিয়া মাতা ইয়াসমিন আক্তার সাং পশ্চিম ভাটারখিল .তরছ ঘাটা,৩নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা,কক্সবাজার ৩ মোঃ আব্দুল শুক্কর(৩৪) পিতা দেলোয়ার হোসেন.মাতা সকিনা বেগম সাং তাড়ামুড়ি কালু সর্দারের বাড়ি ৪নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা চকরিয়া কক্সবাজার।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দীন পিপিএম বাার নেতৃত্ব অভিযান চালিয়ে এ এস আই মাকসুদ ও জমির উদ্দীন গাড়িসহ আটক করে।১৯/৪/২৪ইং তারিখে কোটে প্রেরণ করে।