আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রবাসী সদস্য মুহাম্মদ নাসির ও কাউসারের পিতা কামাল উদ্দিন প্রকাশ কালা মিয়া (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজের জানাযা গত ১৫ এপ্রিল সোমবার বাদে জোহর চন্দনাইশ পৌরসভা হারলা ও দক্ষিণ জোয়ারা রিয়াদুল জান্নাত জামে মসজিদে জাহাঁগিরিয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা, মহাসচিব আলমগীর ইসলাম বঈদী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করেন।