রানা সাত্তার, চট্টগ্রাম
ফের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বিআরটিএ’র অভিযান চলছে ।অভিযানে চট্টগ্রামে শাহী ও জোনাকি পরিবহনের দুই বাসকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৮ এপ্রিল ) সন্ধ্যায় অলংকার ও একে খান এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এছাড়া অভিযানে লাইসেন্স ছাড়া একটি বাসকে তিন হাজার ও ফিটনেসবিহীন ২টি বাসকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না জানান,প্রতিবারের মত এবারও ঈদ যাত্রা নিরাপদ ও বাড়তি ভোগান্তিমুক্ত করতে আমরা রাত-দিন মাঠে কাজ করছি। যেখানেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসছে সেখানেই অভিযান চালাচ্ছি । যাত্রী হয়রানি যাতে না হয় সেদিকটা নিয়েও আমরা কঠোর পরিশ্রম করছি। সেই সাথে ফিটনেস বিহীন কোনো গাড়ি সড়কে নামতে দিচ্ছি না।
অভিযানে আরো উপস্থিত ছিলেন,বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো – ১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ তৌহিদুল হোসেন, বিআরটিএ-চট্ট মেট্রো – ২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ওমর ফারুক , বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ।