রানা সাত্তার, চট্টগ্রাম
ঈদ যাত্রায় বাসের বাড়তি ভাড়া রোধ করতে চট্টগ্রাম বিআরটিএ’র কর্মকর্তারা ২য় দিনেও অভিযান চালায় নগরীর অলংকার, এ কে খান ও দামপাড়া এলাকার বাস কাউন্টারে। ৭ এপ্রিল রবিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সিরিয়াল মনিটরিং অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিন বাসকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া সেন্টমার্টিন স্কয়ার পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৩৩৯) একটি এসি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো -২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক , বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ।